সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পানির সংকট সমাধানে এন্টার্কটিকার তূষারস্তূপ ভেঙে পানি আনার বড় ধরনের প্রকল্প হাতে নিয়েছে।
আরব রাষ্ট্রগুলোর শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের পানির সমস্যা সমাধানে ইউএই হাতে নিল বড় প্রকল্প। ইউএই আরব রাষ্ট্রগুলোর বিভিন্ন শহরে পানির যোগান দিতে ৬০ মিলিয়ন ইউএস ডলার খরচ করবে।
তারা ঘোষণা দিয়েছে, পানিসংকট দূর করতে এন্টার্কটিকার তূসারস্তুপ ভেঙে শহরগুলোতে পানি সরবরাহ করবে।
প্রকল্পটি বাস্তবায়নে নেওয়া হচ্ছে একাধিক বিশেষজ্ঞদের মতামত।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, প্রকল্পটির কাজ আগামী বছরে শুরু হবে। অস্ট্রেলিয়া অথবা দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে জাহাজে করে নিয়ে আসা হবে তূষারস্তুপ।
আজকের বাজার/একেএ