‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে প্যাসিফিক ডেনিমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। আগামীকাল ৬ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে সাড়ে ১২  শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে ‘এ’ ক্যাটাগরিতে উঠে গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে কোনো ঋণ সুবিধা  দেয়া যাবে না।

আজকের বাজার:এসএস/৫ফেব্রুয়ারি ২০১৮