এপেক্স ট্যানরীর লেনদেন বন্ধ আজ

আজ ২৫ সেপ্টেম্বর বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারী লিমিরটডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রোববার প্রতিষ্ঠানটির রেকর্ডডেট হওয়ায় এ দিন লেনদেন বন্ধ থাকবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর বৃহস্পকতবার থেকে প্রতিষ্ঠানটি যথারীতি স্বাভাবিক লেনদেনে ফিরবে।

উল্লেখ্য,এর আগে প্রাতিষ্ঠানটির স্পট মাকেটে লেনদেন শেষ হয় গেল বৃহস্পতিবার।

 

আজকের বাজার/মিথিলা