আগামী এপ্রিলের প্রথম সপ্তাহেই নতুন প্রধান কোচ পাচ্ছে টাইগার বাহিনী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনএমনটই জানিয়েছেন। তবে কে হচ্ছেন হাথুরু সিংয়ের উত্তরসুরী তা বলতে চাননি তিনি।
কলম্বোর তাজ সমুদ্র হোটেলে বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, আমরা ইতিমধ্যে নতুন কোচ চূড়ান্ত করে ফেলেছি। আশা করছি আগামী এপ্রিলের প্রথম সপ্তাহেই তিনি জয়েন করবেন। তবে এই মূহুর্তে আমি নতুন কোচের নাম বলতে চাই না। শুধু এটুকু বলতে পারি তিনি অপরিচিত কেউ নন। তিনি ক্রিকেট অঙ্গনের সবার পরিচিত মুখ।
বাংলাদেশ দলের প্রধান কোচ হাথুরুসিং গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার সফরের সময় প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন। তারপর থেকে এ পদটি আর পূরণ হয়নি।
মাঝে রিচার্ড পাইবাস ও ফিল সিমন্স বিসিবিতে সাক্ষাৎকার দিয়েছেন। কিন্তু বোর্ডের পক্ষ থেকে কোনও আগ্রহ দেখানো হয়নি।
বোলিং কোচ কোর্টনি ওয়ালশ নিদাহাস ট্রফিতে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরএম/