এপ্রিলে মহাকাশে যাচ্ছে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’

এপ্রিলে মহাকাশে যাচ্ছে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ । বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ নিউইয়র্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৩ মার্চ সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ড. শাহজাহান মাহমুদ বলেন, স্পেস এক্স এর উৎক্ষেপণযান বা রকেট ফ্যালকন-৯ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে মহাকাশে ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত অরবিট প্লটে স্থাপন করবে। এটি খুব শিগগির ফ্রান্স থেকে বিশেষ ব্যবস্থায় কার্গো বিমানে উৎক্ষেপণ স্থান ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালে নিয়ে যাওয়া হবে।

জানা গেছে, স্যাটেলাইটি উক্ষেপনের পর কার্যক্রম শুরু হলে দেশের অভ্যন্তরীণ টেলিযোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান জানান, ফ্রান্সের কান টুলুজ ফ্যাসিলিটিতে এই বিশাল প্রকল্পের অন্যতম প্রধান অংশ বঙ্গবন্ধু স্যাটেলাইটে নির্মাণের কাজ শেষ হয়েছে। বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে। এটি তৈরির জন্য ২০১৫ সালের ১১ নভেম্বর বিটিআরসির সঙ্গে ‘টার্ন কি’ পদ্ধতি কোম্পানিটির চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় বাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. জিয়াউদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, বিটিআরসির সচিব মো. সারওয়ার আলম, ম্যানেজিং পার্টনার শফিক এ. চৌধুরী এবং ওয়াশিংটনে বাংলাদেশে দূতাবাসের মিনিস্টার (প্রেস) শামীম আহমেদ।  সঞ্চালক ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান প্রমুখ।

এমআর/