চলতি বছরের এপ্রিল মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে প্রথম স্থনে উঠে এসেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড।
ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, আলোচ্য মাসে লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড।
এ সময়ে তৃতীয় স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। ৪র্থ স্থানে সিটি ব্রোকারেজ, পঞ্চম স্থানে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ষষ্ঠ স্থানে রয়েছে ইবিএল সিকিউরিটিজ।
এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস রয়েছে সপ্তম স্থানে। এছাড়া ইউনিক্যাপ সিকিউরিটিজ অষ্টম স্থানে, নবম স্থানে শেলটেক ব্রোকারেজ, দশম স্থানে রয়েছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
শীর্ষ বিশে থাকা অন্য ব্রোকারহাউজগুলো হচ্ছে, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, প্রাইম ইসলামী সিকিউরিটিজ, বিএলআই সিকিউরিটিজ, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, গ্রিন ডেল্টা সিকিউরিটিজ এবং রয়্যাল ক্যাপিটাল লিমিটেড।
আজকের বাজার:এলকে/এলকে/৩রা মে,২০১৭