ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. (এফএসআইবিএল) এর চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট এন্ড ফিন্যান্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। আজ রোববার চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর নির্বাহী পরিচালক জনাব মো. হুমায়ন কবির ও সম্মানিত অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মো. আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ জনাব মো. আতাউর রহমান, আর্ন্তজাতিক বিভাগের প্রধান জনাব ফয়েজ আহমেদ, চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জনাব মো. ওয়াহিদুর রহমান ও চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অনুষদ সদস্য জনাব মো. রেদওয়ান উল্লাহ।