সেমিফাইনালে টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ।এই জয়ের ফলে ফাইনালের টিকিট পেয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। ]
ম্যাচের ১১ মিনিটে এরিকসনের অ্যাসিস্ট কাজে লাগিয়ে টটেনহ্যামের হয়ে ডেডলক ভাঙেন ডেলে আলি। কিন্তু সেটার রেশ কাটতে না কাটতেই ম্যানইউকে সমতায় ফেরান অ্যালেক্সিস সানচেজ। পল পগবার ক্রসে মাথা ছুইয়ে ম্যাচের ২৪ মিনিটে গোল করেন এই চিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধে আর লিড নিতে পারেনি কোনো দল।
৬২ মিনিটে রোমেলু লুকাকুর অ্যাসিস্ট থেকে আন্দ্রে হেরেরার করা গোলে এগিয়ে যায় ম্যানইউ। ম্যানসিটির কাছে প্রিমিয়ার লিগ শিরোপা খুইয়েছে হোসে মরিনিওর শিষ্যরা। তাই এফএ কাপ টাইটেলটা যেকোনো মূল্যে নিজেদের করে নিতে চায় তারা।
আজকের বাজার/আরজেড