মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই কর্মকর্তা অ্যান্ড্রু ম্যাকেবিকে বরখাস্ত করেছেন।
প্রসঙ্গত, এফবিআই কর্মকর্তা অ্যান্ড্রু ম্যাকেবির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অনুমোদিত নয় এমন তথ্য সংবাদ মাধ্যমের কাছে দিয়েছিলেন, অভ্যন্তরীণ তদন্তে এমন অভিযোগের সত্যতা পাওয়ার পরই তাকে বরখাস্ত করা হয়েছে বলে খবরে জানানো হয়েছে।-খবর বিবিসি অনলাইনের।
এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসও এফবিআই কর্মকর্তাকে বরখাস্তের পেছনে বিভাগীয় তদন্তের কথা জানান।
সেশনস বলেন, ইন্সপেক্টর জেনারেলের প্রতিবেদন, পেশাদারি দায়িত্ব বিষয়ে এফবিআই দপ্তরের দেয়া তথ্য এবং বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সুপারিশের ভিত্তিতে ম্যাকেবিকে সরিয়ে দেওয়া হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করতে নির্দেশও দেওয়া হয়েছে।
ম্যাকেবি বরখাস্তের এ ঘটনাকে তার সক্ষমতার ওপর আক্রমণ হিসেবে অভিহিত করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সম্মানহানির বিস্তৃত চেষ্টার অংশ হিসেবেই তাকে পদচ্যুত করা হয়েছে বলেও অভিযোগ এফবিআইয়ের সাবেক উপপ্রধানের।
আজকের বাজার/আরজেড