এফবিসিসিআই’র প্রতিনিধিদলের ভূটান যাত্রা

সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এসসিসিআই) নির্বাহী কমিটির সভাসহ বেশকিছু ফোরামে অংশ নিতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) ৯ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল ২২ জুলাই শনিবার ভূটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

প্রতিনিধিদল সার্ক দেশগুলোর মধ্যে কানেক্টেভিটি ও পর্যটন উন্নয়নে গোলটেবিল বৈঠক এবং বিভিন্ন ফোরামে অংশ নেবে। সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই), ভূটান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (বিসিসিআই) সহযোগিতায় ২৩-২৬ জুলাই এসব অনুষ্ঠানের আয়োজন করেছে।

এফবিসিসিআই প্রতিনিধিদল থিম্পুতে অনুষ্ঠেয় সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এসসিসিআই) নির্বাহী কমিটির সভায় অংশ নিবেন। তারা ‘সার্ক ইয়াং এন্টারপ্রেনর্স ফোরাম’ এবং ‘সার্ক চেম্বার উইমেন এন্টারপ্রেনর্স কাউন্সিল’ (এসসিডব্লিউইসি)-তেও অংশ নিবেন। এয়াড়াও এফবিসিসিআই প্রতিনিধিদল ‘পর্যটন ও যোগাযোগ’ (ঃড়ঁৎরংস ধহফ পড়হহবপঃরারঃু)-এর ওপর এক গোলটেবিল আলোচনায় যোগ দেবেন।

এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যরা হলেন: এসসিসিআইয়ের সহ-সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি ও এসসিসিআইয়ের নির্বাহী সদস্য শেখ ফজলে ফাহিম,এফবিসিসিআই পরিচালক ও এসসিসিআইয়ের নির্বাহী সদস্য শাফকাত হায়দার, এফবিসিসিআইয়ের পরিচালক আমজাদ হোসেন ও মিসেস হেলেনা জাহাঙ্গীর, এসসিসিআইয়ের নির্বাহী সদস্য মিসেস সেলিমা আহমাদ,এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো: আমিন হেলালী এবং এসসিডব্লিউইসি-বাংলাদেশ চ্যাপ্টারের কার্যনির্বাহী সদস্য মিসেস শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান (ডালিয়া)।

সফরশেষে এফবিসিসিআই প্রতিনিধিদল আগামী ২৬ জুলাই ঢাকায় ফিরবেন।

আজকের বাজার: এলকে/এলকে ২২ জুলাই ২০১৭