এফ আর টাওয়ারের মালিক সৈয়দ মো. হোসাইন ইমাম ফারুক ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক ইমারত পরিদর্শক ও উপ-পরিচালক মুহাম্মদ শওগত আলীর জামিন বাতিল করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে নকশা জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় তাদেরকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।
আজকের বাজার/এমএইচ