আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২১ তলা এফ আর টাওয়ার নামের ভবনটিতে আগুন লাগে বলে জানা যায়।
আগুনে এখন পর্যন্ত একজন শ্রীলঙ্কান নাগরিক সহ ১৯ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক। হাসপাতালে ভর্তি ৭৩ জন, এছাড়া নিখোজ রয়েছে ১০-১২ জন।
সন্ধায় ৬টার পর আগুন নিয়ন্ত্রণে হলেও এখনো উদ্ধার তৎপরতা জারি রেখেছে ফায়ার সার্ভিস।
আটকা পড়াদের উদ্ধারে কাজ করেছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আটকে পড়াদের উদ্ধারে দুটি স্কাই লিফট ব্যবহার করা হয়েছে।