জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় আরটিভিতে প্রচারিত হচ্ছে সেলিব্রেটি টকশো ‘এবং পূর্ণিমা’। অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেখা মেলে সংস্কৃতি অঙ্গনের গুণী সব তারকার। আড্ডায় আড্ডায় নিজেদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগাসহ নানান বিষয় উঠে আসে।
এবারের পর্বে পূর্ণিমার সঙ্গে আড্ডা দেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটি নিয়ে আসিফ আকবর বলেন, অনুষ্ঠানটিতে এসে খুব ভালো লেগেছে। পূর্ণিমা খুব সুন্দর উপস্থাপনা করে। প্রাণ খুলে কিছু সময় আড্ডা দিয়েছি। অনেক কিছুই বলা হয়েছে। দর্শকদের হয়তো অনুষ্ঠানটি ভালো লাগবে।
পূর্ণিমা বলেন, আসিফ ভাই আমাদের সবার খুব প্রিয় একজন শিল্পী। তার সঙ্গে এই অনুষ্ঠানটি বেশ জমজমাট হয়েছে। দর্শকও অনুষ্ঠানটি পছন্দ করবেন, আশা করছি।
অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন। শনিবার রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি।