প্রতিবছরের ন্যায় এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। সবমিলিয়ে, এ বছর এক লাখ পাঁচ হাজার ৫৯৪ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৯১ হাজার ৩৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ বিভাগ থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ লাখ ৪১ হাজার ৩২৩ জন।
এদিকে ব্যবসা বিভাগ থেকে দুই হাজার ৮৭ জন জিপিএ-৫ পায়। অন্যদিকে মানবিক বিভাগ থেকে এক হাজার ৪৩৬ জন জিপিএ-৫ পেয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি ফলাফল প্রকাশ করেন।
এদিকে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এবার পাশের হার ৮২.২০। যা গত বছর ছিল ৭৭.৭৭ শতাংশ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন।
আজকের বাজার/এমএইচ