কয়েকদিন আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’ দাবি করে, এবারের ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। এছাড়া মেসিকে ব্যালন ডি অর জেতার তথ্যটি ‘ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ’ তাকে আগেই জানিয়ে দিয়েছে বলে জানায় তারা। এবার ব্যালন ডি’অর দেওয়ার একদিন আগেই ফাঁস হয়েছে এ পুরস্কারের তালিকা। আর ফাঁস হওয়া তালিকাটি স্প্যানিশ পত্রিকাটির দাবির সঙ্গে মিলে গেছে।
ফাঁস হওয়া ব্যালন ডি'অরের তালিকাটি নিয়ে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। তবে তালিকাটির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদিও বেশিরভাগেরই দাবি এটি অফিসিয়াল তালিকা। এ তালিকায় দেখা যাচ্ছে, এবারের ব্যালন ডি’অর জিতেছেন মেসি।
ফাঁস হওয়া তালিকায় ৪৪৬ পয়েন্ট নিয়ে ব্যালন ডি’অর জিতেছেন মেসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভার্জিল ফন ডাইকের পয়েন্ট ৩৮২। অন্যদিকে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ১৩৩ পয়েন্ট নিয়ে হয়েছেন চতুর্থ। তৃতীয় হওয়া মোহাম্মদ সালাহের পয়েন্ট ১৭৯। এছাড়া ৯৭ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছেন সাদিও মানে। সেরা দশে নেই ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের নাম।
মুন্দো দেপোর্তিভোর দাবি ও ফাঁস হওয়া তালিকা সত্যি হলে সোমবার (২ ডিসেম্বর) ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন মেসি।
আজকের বাজার/আরিফ