এবারও লিঙ্গ সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

দ্য গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট বা বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে টানা চারবার দক্ষিণ এশিয়ায় শীর্ষ অবস্থান ধরে রাখল বাংলাদেশ।

তবে সোমবার ‘বৈশ্বিক লিঙ্গ সমতা সূচক-২০১৮’ শীর্ষক প্রকাশিত ওই প্রতিবেদনে সামগ্রিকভাবে এক ধাপ পিছিয়েছে।

অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদনটিতে গত বছর ৪৭তম স্থানে থাকলেও এক ধাপ পিছিয়ে বিশ্বের ১৪৯টি দেশের মধ্যে এবার বাংলাদেশ ৪৮তম অবস্থানে রয়েছে।

সূচকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলংকার ১০০তম (০.৬৭৬), নেপাল ১০৫তম (০.৬৭৬), ভারত ১০৮তম (০.৬৬৫) অবস্থানে রয়েছে।

অপরদিকে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান রয়েছে একদম তলানীতে। তারা কেবল যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের চেয়ে এক ধাপ ওপরে ১৪৮তম (০.৫৫০) অবস্থানে রয়েছে।

সূচকের সবচেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে আইসল্যান্ড। তাছাড়া শীর্ষ ১০টি দেশের মধ্যে পর্যায়ক্রমে রয়েছে- নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নিকারাগুয়া, রুয়ান্ডা, নিউজিল্যান্ড, ফিলিপাইন, আয়ারল্যান্ড ও নামিবিয়া। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ