এবারের বাজেটে বিদ্যুৎ-জ্বালানী ও পরিবহণ খাতে বেশি বরাদ্দ: অর্থমন্ত্রী

আসছে বাজেটে বিদ্যুৎ-জ্বালানী ও পরিবহণ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার বিকেলে সচিবালয়ে তিনি এ কথা বলেন।আগামী বাজেটের আকার  ৪ লাখ ৬০ হাজার কোটি টাকা হবে বলেও তিনি উল্লেখ্য করেন।

প্রাক বাজেট আলোচনায় তিনি সুদের হার প্রসঙ্গে বলেন, সঞ্চয়পত্রের সুদের হার কমানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।তবে এটা এক ধরনের সামাজিক নিরাপত্তা হিসেবে কাজ করে তাই এতে বিনিয়োগকারী নিম্ন আয়ের মানুষদের বিষয়টিও বিবেচনা করা হবে।

অর্থমন্ত্রী বলেন, সব সময় সঞ্চয়পত্রের সুদের হার আকর্ষণীয় রাখা হয়। তবে বর্তমান বাজারে ঋণের সুদের চেয়ে সঞ্চয়পত্রের সুদের হারের মধ্যে পার্থক্য অনেক বেশি হয়ে গেছে। এটা রিভিউ করা উঠিত।

মন্ত্রী বলেন, খাতের অবস্থা যতটা খারাপ বলা হচ্ছে ঠিক তত খারাপ নয়। তবে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণটা একটু বেশি। এক্ষেত্রে সরকারি ব্যাংকগুলোর অবস্থা একটু বেশি খারাপ। তবে তাদের সরকারের প্রয়োজনে অনেক ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করতে হবে।

আরজেড/