এবারো একাদশ জাতীয় সংসদের ১৬তম ও ২০২২ সালের প্রথম অধিবেশন কার্যক্রমের সংবাদ সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংগ্রহ করতে হবে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে অধিবেশনের সকল কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত অধিবেশন হতে কাভার করার জন্য সম্মানিত সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।’
বর্তমান করোনা পরিস্তিতিতে সংসদ সচিবালয় থেকে সাংবাদিকদের উল্লেখিত বিষয়ে আন্তরিক সহযোগিতার আহবান করা হয়।
আগামী ১৬ জানুয়ারি রোববার একাদশ জাতীয় সংসদের ১৬ তম এবং ২০২২ সালের প্রথম অধিবেশন শুরু হবে।