ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ পরিবর্তনের কারণে এবার অমর একুশে বইমেলা ২০২০ পেছানো হয়েছে। পহেলা ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে ২ ফেব্রুয়ারি বিকেল তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক, কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, আমরা ঐতিহ্য অনুযায়ী ১ ফেব্রুয়ারি মেলা উদ্বোধনের সকল প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে চিঠি দিয়ে আমাদের জানানো হয়েছে মেলা যেন একদিন পিছিয়ে নেই।
বাংলা একাডেমি প্রাঙ্গণ ও তৎসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবছর বসে বইমেলা। এ মেলায় নতুন বই প্রকাশের পাশাপাশি জমে লেখক, সাহিত্যিক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলা।
বিস্তারিত আসছে
আজকের বাজার/এমএইচ