আজ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ত্রয়োদশ আসর। করোনার কারণে এবারের আসরটি হবে রুদ্ধদার স্টেডিয়ামে। তাই আইপিএলটি দেখতে টিভি সেট, মোবাইলের স্কিনেই চোখ রাখতে হচ্ছে ক্রিকেটপ্রেমিদের। তবে টুর্নামেন্টের আয়োজক কমিটির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল মনে করেন, সবচেয়ে বেশি মানুষ এবারের আইপিএলের ম্যাচগুলো দেখবে।
প্যাটেল বলেন, ‘এত সব ঝামেলার পরেও আইপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি আমাদের জন্য সত্যিই বড় চ্যালেঞ্জ ছিলো। অবশেষে আমরা এটি করতে পারছি। আইপিএল অনেক লম্বা টুর্নামেন্ট। আমাদের অনেক বেশি সর্তক থাকতে হবে।
আইপিএল পিছিয়ে যাওয়ায়, ক্রিকেটপ্রেমিরা ও ক্রিকেটাররা হতাশ হয়েছিল। করোনার কারনে এবারের আইপিএল নিয়ে কোন কিছু নিশ্চিত ছিলো না। তবে এখন তারা খুশী। তাই আমি মনে করি, এবার সর্বোচ্চ মানুষ আইপিএল দেখবে।’
গত ২৯ মার্চ থেকে ভারতের শুরু হবার কথা ছিলো আইপিএলের। কিন্তু করোনার কারনে প্রায় ছয় মাস পর শুরু হচ্ছে আইপিএল। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান