প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,তাঁর দল একাদশ সংসদ নির্বাচনে জরীপের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেবে।
রোববার,৭ মে রাতে আওয়ামী লীগ সংসদীয় দলের এক সভায় প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় নেতাদের জনপ্রিয়তা জানতে প্রতি ছয় মাস পর পর সংসদীয় আসনগুলোতে জরীপ চালানো হবে। জরীপে যারা ভালো বিবেচিত হবেন, আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেয়া হবে। সভায় উপস্থিত কয়েকজন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানান।
জাতীয় সংসদ ভবনের ট্রেজারি বেঞ্চ কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা। আওয়ামী লীগ প্রধান বলেন, জরীপ রিপোর্টে যাদের নাম আসবে, তারাই মনোনয়ন পাবেন। এটি ভুল কি শুদ্ধ- তা কোনো বিষয় নয়।
আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি আওয়ামী লীগ সংসদ সদস্যদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তৃণমূল নেতাদের সঙ্গে তাদের দূরত্ব কমিয়ে আনতে এবং সামাজিক মাধ্যমে উন্নয়ন কর্মকা-ের চিত্র তুলে ধরারও নির্দেশ দেন।
১৬ জন স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে ১১জন আজ আওয়ামী লীগ সংসদীয় দলের সভায় যোগ দেন। সভার শুরুতে শেখ হাসিনা আওয়ামী লীগ সংসদ সদস্যদের সামনে তাদের পরিচয় করিয়ে দেন।
আজকের বাজার: এলকে/এলকে/ ৮ মে,২০১৭