এসএসসি পরীক্ষা ২০১৮

এবার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁস

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্নও ফাঁস হয়েছে। পরীক্ষা শুরুর অন্তত দেড় ঘণ্টা আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্রশ্ন ফাঁস করা হয়। এর আগে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নও ফাঁস হয়েছে।
সোমবার ৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় ইংরেজি প্রথমপত্রের পরীক্ষাটি শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
তবে আজকের প্রশ্ন ফাঁসের কোন তথ্য নেই শিক্ষা বোর্ডের কাছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, ইংরেজি প্রথমপত্রের প্রশ্নও ফাঁস হয়েছে বলে এখনো কোন তথ্য পাই নি। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়সহ আমরা তদারকিতে আছি।
রোববার রাত থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন দেওয়া হয়। তবে, হোয়াসটঅ্যাপ, ইমোসহ বিভিন্ন গ্রুপ ও পেজে নজর রাখার পর সকাল ৮টার কিছু পর ইংরেজি প্রথম পত্রের ‘ক’ সেটের প্রশ্নপত্রটি হোয়াটসঅ্যাপের ঊহমষরংয ১ংঃ ঢ়ধৎঃ ২০১৮ গ্রুপে পাওয়া যায়। এরপর ফেসবুকের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া প্রশ্নের সঙ্গে ওই প্রশ্নের মিল পাওয়া যায়।
আজকের বাজার : আরএম/সালি, ৫ ফেব্রুয়ারি ২০১৮