সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবার ইউরোপিয়ান পার্লামেন্টের নেতাদের মুখোমুখি হচ্ছেন। গোপনীয়তা প্রশ্নেই তাকে ওই নেতাদের মুখোমুখি হতে হচ্ছে।
তবে কবে নাগাদ তারা মুখোমুখি হবেন সে ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এই রুদ্ধদ্বার আলোচনা অনুষ্ঠিত।
ফেসবুক কতৃর্পক্ষ এমনটাই জানিয়েছে। বৈঠক শেষে আলোচনায় কি হলো তাও জানাবে ফেসবুক।
একর পর এক তথ্য বেহাত হওয়ারয় সম্প্রতি ফেসবুক একটু চাপেই আছে। এর আগে তথ্য ফাঁস কেলেঙ্কারিতে মার্কিন সিনেট কমিটিরও মুখোমুখি হয়েছিলেন মার্ক জাকারবার্গ।
এছাড়াও ২৩শে মে ফ্রান্সের রাজধানী প্যারিসে দেশটির প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁখোর সাথে সাক্ষাতের কথা রয়েছে ফেসবুক সিইওর। এ সময় টেক জায়ান্ট মাইক্রোসফট, ইনটেল এবং আইবএমের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
রাসেল/