এবার ইসরাইলে ইরানের রকেট হামলা

An injured Palestinian protestor is carried by fellow demonstrators during clashes with Israeli security forces following a demonstration calling for the right to return -- meaning Palestinian refugees being allowed to go back to the land they fled or were expelled from during the 1948 war surrounding Israel's creation -- near the border with Israel, east of Khan Yunis, in the southern Gaza Strip, on April 6, 2018 Clashes erupted on the Gaza-Israel border a week after similar demonstrations led to violence in which Israeli force killed 19 Palestinians, the bloodiest day since a 2014 war. / AFP PHOTO / SAID KHATIB

ইসরাইল ও ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে।ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে দেশটির সেনা অবস্থানে রকেট হামলা চালিয়েছে ইরানের রেভুল্যুশনারি গার্ড বাহিনী।

বুধবার ভোরে, সিরিয়া থেকে ইরানি বাহিনী এই হামলা চালায় বলে জানায় ইসরাইলি সামরিক বাহিনী। এর পরপরই সিরিয়ায় ইরানি সেনা অবস্থানে হামলার দাবি করে তেল আবিব। তবে দু’পক্ষেই হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার সিরিয়ার দামেস্কের কাছে একটি সামরিক ঘাঁটিতে ইসরাইলি রকেট হামলায় বেশ কয়েকজন ইরানি সেনা নিহত হয়। সিরীয় গণমাধ্যমে বলা হয়ে, ওই হামলার প্রতিশোধ নিতেই গোলান মালভূমির ইসরাইল অংশে হামলা চালানো হয়েছে।

ইরানের সঙ্গে ছয় জাতির পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসার পর তেহরান ও তেল আবিবের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে।

আরজেড/