আসছে ঈদে মুক্তি পাবে দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি ‘সুলতান’। ছবিতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। তার বিপরীতে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। রাজা চন্দ পরিচালিত ছবিটির প্রায় অর্ধেক শুটিং এখনো বাকি আছে।
এর আগেই আজ রোববার মুক্তি পেলো ছবিটির ‘মাশাআল্লাহ’ শিরোনামের একটি গান। ‘দিন দুপুরে মনের ঘরে ডাকাত পড়েছে, তোর সিল্কি চুলে বিউটিফুল এক নেশা ধরেছে, মাশা আল্লাহ তোর জেল্লা আমায় ঘায়েল করেছ’- এমনই কথার একটি গানের সঙ্গে দেখা যাচ্ছে জিৎ-মিমকে।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার নতুন ইউটিউব চ্যানেল জাজ মিউজিক ও কলকাতার গ্রাসরুট এন্টারটেইনমেন্টের চ্যানেলে একসঙ্গে প্রকাশ পেয়েছে গানটি। বিদ্যা সিনহা মিম ও জিৎগানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের দেব নেগি ও আকৃতি কাক্কার। রাজা চন্দের কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন স্যাভি। কোরিওগ্রাফি করেছেন জয়েশ প্রধান।
‘সুলতান-দ্য সেভিয়র’ ছবিটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে প্রযোজনা করেছে জিতস ফিল্ম ওয়ার্কস ও সুরিন্দর ফিল্মস। জিৎ-মিম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তারকা তাসকিন রহমান ও কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা।
এছাড়া রয়েছেন, নবাগত আসফাক রানা, আমান রেজা, সাদেক বাচ্চু, নাদের চৌধুরী, রেবাকা রউফ, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।
আজকেরবাজার/আরআইএস