তারকাদের ঘরভাঙা আর গড়ার খবর পাঠকদের একসময় বিচলিত করলেও এখন করে না! হরহামেশাই তারা এই কাজ গোপনে করতে স্বাচ্ছন্দ বোধ করেন। এবার মডেল-অভিনেত্রী ঈশানার বিয়ের খবর ইন্ডাস্ট্রির আকাশে বাতাসে ভাসছে।
জানা গেছে, গোপনে দীর্ঘদিন প্রেম করে ঈশানা নাকি বিয়েও করেছেন। এ বিষয়টি এখন একটু আত্মবিশ্বাসের সাথেই উচ্চারিত হচ্ছে টিভি মিডিয়া ইন্ডাস্ট্রিতে। আর এই বিয়ের গুজবটিতে জড়িয়েছে জনপ্রিয় অভিনেতা নিলয়ের নাম। আর এই জল্পনার ভিত পাচ্ছে তাদের আচরণগত প্রকাশভঙ্গিতেই।
জানা গেছে, সম্প্রতি নিলয়ের কাছে কোনো নাটকের প্রস্তাব গেলেই পরিচালককে ঈশানার জন্য সুপারিশ করছেন। আর ঈশানা নির্দেশকদের নিলয়ের সঙ্গে ডেট মেলানো রয়েছে বলে ইঙ্গিত দিচ্ছেন তাকেই নিতে।
এর আগে মডেল অভিনেত্রী শখকে বিয়ের আগে যখন নিলয়কে নিয়ে গুঞ্জন রটে, তখনো নিলয় বলেছিলেন ‘শখ কেবল আমার সহশিল্পী।’ এবার ইশানাকে নিয়েও তোতা পাখির মত একই সংলাপ আওড়াচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঈশানার জানান, আমি এখনো বিয়ের কথা চিন্তাই করিনি। যখন সময় হবে তখন জানাব। আপাতত কাজ করতে চাই। নিলয় ভাইয়া আমার সহশিল্পী, এর বাইরে কিছু নয়।
আজকেরবাজার/এমকে