যে বয়সে মানুষ অবসর জীবন কাটায়, সেই বয়সে ছুটোছুটি করতে হচ্ছে আবুল মাল আবদুল মুহিতকে। বাংলাদেশের মতো নিম্ন মধ্য আয়ের একটি দেশের অর্থনীতি সামলানোর গুরু দায়িত্বও তার হাতে। এর মধ্যে আবার রাজনীতির জটিল অংক কষতে হয়। সব মিলিয়ে কষ্টকর হয়ে যাচ্ছে সব কিছু। তাই এখন অবসর চান তিনি।
জীবনের বর্ণাঢ্য ও কষ্টকর ৮৪টি বছর শেষ করেছেন অর্থমন্ত্রী। বেড়ে উঠার সময়ই রাজনীতি ছিল রক্তে। ছাত্রজীবনে জড়িয়েছেন ভাষা আন্দোলনে। পড়াশোনা করে পাকিস্তান সিভিল সার্ভিসে চাকরিরত অবস্থায় ১৯৭১ সালে দেশের ডাকে সাড়া দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছেন বাংলাদেশের জন্য।
দেশ স্বাধীন হওয়ার পরও চালিয়ে গেছেন সরকারের গুরুত্বপূর্ণ নানা দায়িত্ব। এক পর্যায়ে অবসরে গিয়ে শুরু করেন বেসরকারি চাকরি। কিন্তু দেশের ডাক তিনি কখনও অগ্রাহ্য করেননি। ১৯৮২ সালে স্বল্প সময়ের জন্য একবার আর ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত সামলাচ্ছেন অর্থ মন্ত্রণালয়।
এই সময়ে অনেক আক্রমণ হয়েছে মুহিতের প্রতি। দক্ষ হাতে সামাল দিয়েছেন সমালোচনাও। কিন্তু আর কত পারা যায়?
জীবনের ৮৫ বছরে পদার্পণের দিক সচিবালয়ে মুহিত বললেন, ‘আমি আসলে একটু অবসরে যেতে চাই।’
‘আমার পরিকল্পনা হলো, আমি এই বারে অবসর নেব।’
অর্থমন্ত্রী বলেন, ‘আমার নির্বাচন করার ইচ্ছা নেই। সেটা মোটামুটি সবাই জানেন। প্রধানমন্ত্রীও জানেন। তিনিও মোটামুটি রাজি আছেন।’
তবে ‘নেক্সট সরকারে আপনাকে দেখতে পাব কি না- এমন প্রশ্নে মুহিত আবার বলেন, ‘আগামী নির্বাচনে আমি দাঁড়াতে চাই না। তবে দাঁড়াতে পারি সেটা পার্টির প্রয়োজনে দাঁড়াতে পারি। তবে আমার নিজস্ব ইচ্ছা হলো, আমি এখন আর নির্বাচন করব না। একটু অবসরে যাব।’
তবে চাইলেই কি মুহিতের মতো একজন মানুষ অবসর নিতে পারবেন? এটা জানেন তিনি নিজেও।
অর্থমন্ত্রী বলেন, ‘বাট ইট উইল ডিপেন্ড ইন কামিং মানথ। প্রধানমন্ত্রী এ মাসেরই ৩০ তারিখ নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এবার বেশ আগে আগেই করছেন। সো ইট উড বি ক্লিয়ার বাই এপ্রিল, মে।’
‘তখন জানা যাবে। ওয়েল আবার যদি নির্বাচন করতে হয় করব। পরে দেখা যাবে।’
‘আরেকটু দেশের সেবা করার ইচ্ছা নাই?’- এমন প্রশ্নে মুহিত হেসে বলেন, ‘দেশের সেবা যে কোনোভাবে করা যায়। এজন্য মন্ত্রী হওয়ার প্রয়োজন নাই।’
‘তবে মন্ত্রী হলে ভালভাবে দেশের সেবা করা যায়। বেশি সেবা করা যায়। ভাল সেবার সুযোগ মেলে। আদার ওয়াইজ যে কোনোভাবেই দেশের সেবা করা যায় এবং সেটা বোধ হয় আই ক্যান্ট লিভ ইট।’
আজকের বাজার: এলকে/২৫ জানুয়ারি ২০১৮