এবার একুশে পদক পাচ্ছেন ২১ জন

প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ দেশের গুরুত্বপূর্ণ ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০১৮ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বীকৃতি প্রদানের ক্ষেত্রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম উল্লেখ করে বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব টিএম মুসা সাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদকপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন, ভাষা আন্দোলনের জন্য মরহুম আ জা ম তকীয়ুল্লাহ ও অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম, শিল্পকলা সংগীতের জন্য শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, মো: খুরশীদ আলম, মতিউল হক খান, শিল্পকলার নৃত্যের জন্য মীনু হক, অভিনয়ের জন্য মরহুম হুমায়ুন ফরীদি, নাটকের জন্য নিখিল সেন, চারুকলার জন্য কালিদাস কর্মকার, আলোকচিত্রের জন্য গোলাম মুস্তাফা, সাংবাদিকতার জন্য রনেশ মৈত্র, গবেষণায় ভাষা সৈনিক প্রফেসর জুলেখা হক, অর্থনীতিতে ড. মইনুল ইসলাম, সমাজসেবার জন্য ইলিয়াস কাঞ্চন, ভাষা ও সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান, সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও মরহুম খালেদদাদ চৌধুরী।
আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০১৮ সালের একুশে পদক প্রদান করবেন।
মন্ত্রণালয় সূত্র বলেছে, পদকপ্রাপ্ত ও তাদের আত্মীয়দের অনুষ্ঠানস্থলে নিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গাড়ীসহ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
আজকের বাজার: সালি / ০৮ জানুয়ারি ২০১৭