ফের আলোচনায় বাংলাদেশি মডেল মাহিম করিম। গত বছর প্রকাশ পেয়েছিল হিন্দি গানের মিউজিক ভিডিও ‘ইতনা দূর’। মাহিমকে আলোচনায় আনে সেই ইতনা দূর ভিডিওটি।
তারই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় হিন্দি গানের মিউজিক ভিডিও প্রকাশ হলো মাহিমের। নতুন এই গানের নাম ‘এক তেরা ছায়া হো।’ এর আগের ভিডিওটি ভারতের নামী প্রতিষ্ঠানটি সিরিজ থেকে প্রকাশিত হয়েছিল।
এটিও একই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন স্যাম ও ফারায। সঙ্গীত আয়োজন করেছেন ফারায ও রুম্মান। আর মাহিমের বিপরীতে ছিলেন ভারতের উপমা। গানের কথা লিখেছেন, আবির। ইতোমধ্যে গানের ভিডিও প্রশংসা পেয়েছে। মাহিমের লুক ও মডেল প্রশংসিত হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে মাহিম বলেন, গানের দৃশ্যায়নে বৈচিত্রতা বরাবরের মতোই রয়েছে। ভারতের দৃষ্টিনন্দন লোকেশন ভিডিওর জন্য চিত্র ধারণ করা হয়েছে। যার ফলে ‘এলিট কোয়ালিটি’র একটি ভিডিও শ্রোতা-দর্শকেরা উপভোগ করতে পারছে। আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বোচ্চ দিয়েই আমার কাজ গুলো করার চেষ্টা করছি।
এস/