এবার এনডিএম ছাড়লনে পোশাক শিল্প ব্যবসায়ী এমএ বাশার

বিশেষ প্রতিনিধি: অবশেষে সত্য হলো আজকের বাজারে প্রকাশিত তথ্য। ধীরে ধীরে ভাঙ্গছে বির্তকিত ব্যবসায়ী মূসাপুত্র ববি’র জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। সেই ধারায় ৪ জুন রাতে পদত্যাগ করলেন দলের অন্যতম নেতা,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,বিশিষ্ট পোশাক শিল্প ব্যবসায়ী আবুল বাসার।

গতকাল রাতে বাসার এনডিএম চেয়ারম্যান ববি’র বরাবর সাদা কাগজে লেখা পদত্যাগ পত্রটি বনানীর কার্যালয়ে বার্তাবাহক মারফত পাঠিয়ে দিয়ে ব্যবসায়িক কাজে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। পদত্যাগ পত্রে যদিও তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন,তবে নামপ্রকাশে অনিচ্ছুক দলের একটি সূত্র জানায়,এনডিএম’র চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নের্তৃত্বের অরাজনৈতিক কর্মকাণ্ড,জনগণের গণতন্ত্র ও জবাবদিহিতার নামে একনায়তন্ত্রে দল পরিচালনাসহ মূলনীতি বর্হিভ’ত অনৈতিক রাজনৈতিক চর্চ্চার প্রতিবাদেই আবুল বাশার পদত্যাগ করেন।

সূত্রটি আরো জানায়,দল আত্মপ্রকাশের আগে থেকেই এসব বিষয় নিয়ে এনডিএম চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সঙ্গে মতবিরোধ দেখা দেয় শিল্পপতি আবুল বাশারের। আর দলের উদ্যোক্তা মহাসচিব এ টি এম গোলাম মাওলা চৌধুরীকে কোন ধরনের কারণ দর্শাও নোটিশ ছাড়া অব্যাহতি এবং ছাত্রনেতাদের পদত্যাগের পর বিরোধ আরো প্রকাশ্যে আসে। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেয় যোগ্যতার সঙ্গে দলে শক্ত অবস্থান করে নেয়া পোশাক শিল্প মালিক শিল্পপতি এমএ বাশার। তার পদত্যাগের মধ্যদিয়ে ভাঙ্গনের মূখে পড়া এনডিএম আরেকবার হোচট খেলো বলে দাবি দলীয় সূত্রটির।

এদিকে সূত্রটি আরো জানায় শিগগিরই যুব আন্দোলনের একটি বড় অংশ দল ছেড়ে বেরিয়ে আসছেন। যারা এরইমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত চুড়ান্ত করে রেখেছে। সময় সুযোগ বুঝে এনডিএম ছাড়ার ঘোষনা দেবেন তারা।

উল্লেখ দলের উদ্যোক্তা মহসচিবের অব্যাহতিকে কেন্দ্র করে প্রথম ভাঙ্গনের মুখে পড়ে এনডিএম। দল ছেড়ে যায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৬ সদস্যের মধ্যে ১২ জন। আর আত্মপ্রকাশের এক মাসের মাথায় গেলো ১৮ মে এনডিএম’র চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নের্তৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক এম এম এইচ শান্ত’র নের্তৃত্বে সারাদেশ থেকে প্রায় ১ হাজার সদস্য গণপদত্যাগে বড় ধরনের ভাঙ্গনে স্থবির হয়ে পড়ে ববি’র রাজনৈতিক কর্মকাণ্ড।

আজকের বাজার:এলকে/এলকে/৫জুন ২০১৭