এবার ওয়েব সিরিজে নায়লা নাঈম

আলোচিত-সমালোচিত মডেল-অভিনেত্রী নায়লা নাঈম। আসন্ন কোরবানীর ঈদে আবারও হাজির হতে যাচ্ছেন দর্শকদের সামনে তার অভিনীত সাত পার্বের বিশেষ ওয়েব সিরিজ ”দ্য লিস্ট” নিয়ে। এবারই প্রথম তিনি অভিনয় করলেন ওয়েব সিরিজে। নায়লা নাঈমকে নিয়ে তেমনই একটি বিশেষ ওয়েব সিরিজ নির্মাণ করেছেন আর বি প্রীতম। এই ওয়েব সিরিজে নায়লা নাঈমকে দেখা যাবে গ্ল্যামারাস নার্সের চরিত্রে।

এ প্রসঙ্গে নায়লা নাঈম বললেন, ওয়েব সিরিজে এটা আমার প্রথম কাজ। এতে একটি বিশেষ চরিত্রে আমাকে দেখা যাবে। কাজটি করে বেশ ভালো লেগেছে। আশা করছি দর্শকরাও উপভোগ করবেন এটি।

এতে নায়লা ছাড়াও অভিনয় করেছেন তৌসিফ, তামিম মৃধা এবং জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। সিএমভি’র ব্যানারে নির্মিত এবং মোশন রক এর কারিগরি সহায়তায় এই ওয়েব সিরিজটি ধারাবাহিকভাবে সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রচার হবে ঈদের দিন থেকে টানা সাত দিন রাত ৭টায়। আর এটি একই সময়ে দেখা যাবে ভিডিও সাইট বাংলাফ্লিক্স-এ।

আজকের বাজার: অারআর/ ২০ আগস্ট ২০১৭