নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ছবি ‘যদি একদিন’র বাকি শুটিং হবে কক্সবাজারে। এ বিষয়ে নির্মাতা রাজ বলেন, আগামি মাসে শ্রাবন্তী আবার ঢাকায় আসবেন। এরপর পরই তাকেসহ পুরো ইউনিট নিয়ে কক্সবাজার চলে যাবো। টানা ১২ দিন শুটিং করলে ছবির কাজ শেষ হবে।
জানা গেছে, ‘যদি একদিন’র প্রথম অংশের শুটিং শুরু হয় ৬ জানুয়ারি। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে তখন শুটিং করেন রাজ।
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন তাহসান, শ্রাবন্তী, তাসকিন রহমান, রাইসা ও সাবেরী আলম। এরা সবাই যথাক্রমে ফয়সাল, অরিত্রী, জেমী, রূপকথা ও দাদীর চরিত্রে অভিনয় করবেন।
ছবিটি নির্মিত হচ্ছে বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেডের চ্যানেল আরটিভির প্রযোজনায়। এটি রাজের পঞ্চম ছবি। এর আগে তিনি প্রজাপতি, ছায়া-ছবি (মুক্তি প্রতীক্ষিত), তারকাঁটা ও সম্রাট নির্মাণ করেছেন।
এস/