কাস্টিং কাউচ সিনেমা ইন্ডাস্ট্রির খুব পরিচিত শব্দ। বহু সময় বহু তারকা এ নিয়ে প্রকাশ্যে সরব হয়েছেন। কেউ কেউ আবার নিজের অভিজ্ঞতা কখনও শেয়ার করতে চাননি। এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন সানি লিওন।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি সাংবাদিকদের সানি জানান, কাস্টিং কাউচ সব সময়ই ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে। এটাই বাস্তব। তার কথায়, ‘কাস্টিং কাউচকে যদি আমরা অস্বীকার করি, আমরা এগোতে পারব না। পিছিয়ে পড়ব। আমার নিজের জীবনই তার সবচেয়ে বড় উদাহরণ।’
সানির বায়োপিক ‘করণজিৎ কউর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ ওয়েব সিরিজ হিসেবে মুক্তি পেয়েছে। তার প্রচারে চেন্নাইতে গিয়ে কাস্টিং কাউচ নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তিনি নিজে কাস্টিং কাউচের শিকার কিনা, সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি। তবে এ বিষয়ে তার মন্তব্যে সে ইঙ্গিত ছিল বলেই মনে করছেন বলিউড মহলের একটা বড় অংশ।
সানির মতে, ইন্ডাস্ট্রিতে ভাল পরিবর্তন অনেক কিছু হয়েছে। যত বেশি পেশাদার হবেন সকলে, তত কাস্টির কাউচের সমস্যা দূরে সরে যাবে বলেও মনে করেন তিনি।
আজকের বাজার/এএল