এবার খুলে গেল বিমানের জানালা, আহত ৩ (ভিডিও)

মাঝ আকাশে বিমানের জানালার প্যানেল খুলে আহত হয়েছেন ৩ যাত্রী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অমৃতসর থেকে দিল্লি যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার বিমান বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে এই ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে অসামরিক বিমান চলাচল মন্ত্রক।

জি নিউজ এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার অমৃতসর থেকে দিল্লি যাচ্ছিল বিমানটি। আকাশে উড়ার ১০ মিনিট পর আকস্মিক একটি জানলার ভিতরের দিকের প্যানেলটি খুলে গিয়ে ছিটকে এসে লাগে ১৮-এ নম্বর আসনের যাত্রীর গায়ে। ঘটনায় গুরুতর আহত হন তিনি।

এই ঘটনার জেরে বিমানে বাতাসের চাপ কমে যেতে শুরু করে। ফলে আতঙ্ক ছড়ায় সেখানে। অনেকেই অক্সিজেন মাস্ক লাগিয়েও আতঙ্কে চিৎকার শুরু করে দেন। হুড়োহুড়িতে আরো ২ যাত্রীও আহত হন।

বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বিমান চালক সঙ্গে সঙ্গেই এটিসি-র সঙ্গে যোগাযোগ করেন। দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই আহত ৩ যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে মাঝ আকাশে এই ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ, এর আগে ২০১৪ সালে মুম্বাই বিমানবন্দরে অবতরণের সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানেও একই ধরনের ঘটনা ঘটে। তাতে ২২জন যাত্রী আহত হয়েছিলেন।

এস/