চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কাঞ্চননগর ছৈয়দাবাদ এলাকায় যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে ট্রেনের ইঞ্জিনে আগুন জ্বলতে দেখে চালক ট্রেন থামিয়ে দিলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
স্থানীয়রা জানায়, চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন থেকে যাত্রীবাহী ট্রেনটি দোহাজারী স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। রাত ৯টার দিকে কাঞ্চননগর স্টেশনে যাত্রী নামিয়ে দোহাজারী স্টেশনে যাওয়ার পথে কাঞ্চননগর স্টেশন অতিক্রমের পরপরই ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় চালক বিষয়টি লক্ষ্য করার পরই ট্রেন থামিয়ে দেন।
খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
এছাড়া, পটিয়া স্টেশনে অধিকাংশ যাত্রী নেমে যাওয়ায় ঘটনার সময় ট্রেনটিতে তেমন যাত্রীও ছিল না বলে জানা যায়।
দোহাজারীর স্টেশন মাস্টার মো. ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কাঞ্চননগর স্টেশন ছেড়ে আসার পরপরই ইঞ্জিনের অ্যাডজাস্টারে আগুন ধরে যায়। চালক সময়মতো ট্রেনটি থামানোর ফলে বড় দুর্ঘটনা ঘটেনি।’
আজকের বাজার/লুৎফর রহমান