গত কয়েকমাসে যুক্তরাষ্ট্র শতাধিক চীনা পণ্যের ওপর ৫০ বিলিয়ন ডলারের বেশি অতিরিক্ত শুল্ক আরোপ করেছে।
নতুন করে আরও শুল্ক চাপিয়ে দেওয়া হলে তা দুই দেশের ‘বাণিজ্য যুদ্ধকে’ বিস্তৃত করবে এবং বিশ্ব বাজারের বিশৃঙ্খল পরিস্থিতিকে উসকে দেবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকদের।
মার্চের প্রথমদিকে বিদেশ থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্কের হার বাড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার প্রতিক্রিয়ায় ১২৮টি মার্কিন পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের কথা ঘোষণা করে বেইজিং।
গত সপ্তাহে মেধাস্বত্ব লংঘনের শাস্তি হিসেবে ১৩০০ চীনা পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের নতুন পরিকল্পনার কথা জানায় ট্রাম্প প্রশাসন।