দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এবং নিজের অসুস্থতার কারণে এবারের জন্মদিনে কেক কাটছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তবে দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা কেক কাটবেন।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।
শায়রুল কবির জানান, ১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন হলেও দেশের বন্যা কবলিত মানুষের কথা চিন্তা করে এবং তিনি অসুস্থ থাকার কারণে কেক কেটে জন্মদিন উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের বর্তমান অবস্থাকে করুণ আখ্যা দিয়ে এর প্রতিবাদে বিএনপির নেতারা কেক না কাটার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান।
আজকের বাজার: আরআর/ ১৫ আগস্ট ২০১৭