চোখের ইশারায় ইন্টারনেট দুনিয়ায় হঠাৎই সেনসেশন বনে যান প্রিয়াঙ্কা প্রকাশ। বিভিন্ন সামাজিক মাধ্যমে চড়চড় করে বাড়তে থাকে তার ভক্ত সংখ্যা। এবার সেই যাত্রায় পেছনে ফেলেছেন ফেসবুক ‘বস’ জুকারবার্গকে।
অষ্টাদশী এই তরুণী ফেসবুকেরই মালিকানাধীন ফটো শেয়ারিং অ্যাপ’র ভক্ত সংখ্যায় জুকারবার্গকে পেছনে ফেলেছেন। কমনীয় মুখাবয়ব, ধনুক ভ্রু-যুগল, এবং সর্বপরি তার হৃদয়ঘাতী হাসি দিয়ে অল্প ক’দিনে জড়ো করেছেন ৪৫ লাখ ভক্ত। অপরদিকে মার্ক জুকেরবার্গের ভক্তের সংখ্যা ৪০ লাখ।
রাতারাতি এই পরিচিতির সুবাধে এর আগে ইনস্টাগ্রামে তিনি পেছনে ফেলেছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওনিকে। ইনস্টাগ্রামে একদিনে ছয় লাখের বেশি অনুসারী পেয়েছিলেন প্রিয়াঙ্কা। এ তালিকায় তার সামনে আছেন কেবল কাইলি জেনার এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ওরফে সিআর-৭।
আরএম/