কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে মস্কো ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞার জবাবে মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের মস্কো ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কিছু পর এ তালিকায় যোগ হয় কানাডার প্রধানমন্ত্রীর নাম।
পশ্চিমাদের ওপর মস্কোর নিষেধাজ্ঞাকে অবশ্য প্রতীকী বলা হচ্ছে। কারণ নিষেধাজ্ঞার বিবৃতিতে জানানো হয়, এসব ব্যক্তির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় থাকবে। এমনকি প্রয়োজন হলে উচ্চ পর্যায়ে যোগাযোগও করা যাবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রতিবাদে পশ্চিমা দেশগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। অটোয়া সে তালিকার ওপরের দিকে।
রাশিয়া স্বীকৃত রাষ্ট্র দোনেৎস্ক এবং লুহানস্কে সব ধরনের অর্থায়ন বন্ধের পাশাপাশি রাশিয়ার পার্লামেন্ট সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দেয় ট্রুডোর সরকার। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান