মধ্যরাতে মারামারিতে জড়িয়ে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডের বাইরে আছেন বেন স্টোকস্। এবার পার্থে বৃহস্পতিবার মধ্যরাতে পানশালায় ঝামেলায় জড়িয়ে সাময়িকভাবে নিষিদ্ধ হলেন বেন ডাকেট। সে কারণে আজ থেকে শুরু হওয়া দুইদিনের প্রস্তুতি ম্যাচে রাখা হয়নি তাকে।
২৩ বছর বয়সী ডাকেট ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে আছেন। আজ থেকে শুরু হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে খেলার কথা ছিল তার। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে পার্থে পানশালায় ঝামেলায় জড়িয়ে বাদ পড়েন তিনি। শিগগির তার বিরুদ্ধে শুনানি হবে।
এর আগে অস্ট্রেলিয়ায় এসে পানশালায় জনি বেয়ারস্টো অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটসম্যান ক্যামেরুন বেনক্রাফটকে ঢুস দিয়েছিলেন। ওই ঘটনার পর মাঝে বেশ কিছুদিন ইংল্যান্ডের ক্রিকেটারদের রাতে পানশালায় যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বৃহস্পতিবার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সেদিন রাতেই এ কান্ড ঘটিয়ে বসেছেন বেন ডাকেট।
আজকের বাজার: সালি / ০৯ ডিসেম্বর ২০১৭