বল টেম্পারিং কাণ্ডের জেরে এবার পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। স্টিভ স্মিথদের জন্য তার কষ্টটা কালই বোঝা গিয়েছিল। তার খেলোয়াড়দের দ্বিতীয় সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ড্যারেন লেম্যান।
স্মিথ-ওয়ার্নাররা দ্বিতীয় সুযোগ পাবেন কি না সেটা এখনো বোঝা যাচ্ছে না। তবে লেম্যানের অধীনে অন্তত সে প্রত্যাবর্তন হচ্ছে না। সবাইকে চমকে দিয়ে যে অস্ট্রেলিয়ান কোচ নিজেই পদত্যাগ করে বসেছেন।
এখনই অবশ্য বিদায় বলছেন না লেম্যান। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ান্ডারার্সে চতুর্থ টেস্টে খেলবে অস্ট্রেলিয়া। সিরিজে নিজের দায়িত্বটা পালন করেই বিদায় বলবেন বিশ্বকাপজয়ী এই কোচ।
বল বিকৃতির ঘটনার পরই বলেছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটে পরিবর্তন দরকার। এখন জানাচ্ছেন সেটা কোচ পরিবর্তনের মাধ্যমেই শুরু হোক, খেলোয়াড়দের বিদায় বলা ছিল আমার করা সবচেয়ে কঠিন কাজ।
আজ স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের আবেগী সংবাদ সম্মেলন দেখার পরই পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন লেম্যান, এমনটাই জানাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এস/