ভিনয়ে রানির মর্দানি দেখেছেন সিনেমাপ্রেমীরা। এবার পরিচালনার মর্দানি দেখাতে চলেছেন রানি। সূত্রের খবর, আগামী বছরই নাকি সিনেমার নির্দেশনায় আসছেন অভিনেত্রী।
তবে কোন ছবি দিয়ে রানি তাঁর পরিচালনার কাজ শুরু করবেন তা অবশ্য এখনও জানা যায়নি। এর আগে মণিকর্ণিকা দ্যা কুইন অফ ঝাঁসি ছবিতে পরিচালক হিসাবে ডেবিউ করে ফেলেছেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনার পর এবারও রানি মুখোপাধ্যায়কেও পরিচালক হিসাবে পেতে চলেছে বলিউড।
তবে আপাতত রানি তাঁর আগামী ছবি মর্দানি-২ এর শ্যুটিং শুরু করেছেন। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি মর্দানি বক্স অফিসে সফল। সেই ছবির পরিচালক ছিলেন প্রদীপ সরকার। ২০১৪-র মর্দানিতে সিনিয়ার পুলিস আধিকারিক শিবানী শিবাজী রায়ের ভূমিকায় দর্শকদের মুগ্ধ করেছিলেন রানি। নারী পাচারকারীদের ধোলাই দিয়ে নিষিদ্ধপল্লী থেকে বহু মহিলাকে উদ্ধার করতে দেখা গিয়েছিল শিবানীরূপী রানিকে। এবার মর্দানির সিক্যুয়ালেও রানিকে সেই পুলিস আধিকারিকের ভূমিকাতেই দেখা যাবে বলে খবর।
তবে মর্দানি-২এর পরিচালক অবশ্য প্রদীপ সরকার নন, এই ছবির পরিচালনা করছেন গোপী পুথরান। ছবির প্রযোজনা করছেন যশ রাজ ফিল্মস। প্রযোজনা সংস্থার সোস্যাল সাইটেই রানির মর্দানি-২ এর লুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যেখানে রানিকে সাদা শার্ট ও কালো ট্রাউজারে দেখা গিয়েছে।