এবার পাকিস্তানে যেতে চায় আফ্রিকা

শ্রীলংকা দলের ওপর ২০০৯ সালে সন্ত্রাসী হামলার পর থেকেই দীর্ঘদিন যাবৎ পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়নি। তবে সম্প্রতি শ্রীলংকা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশের বিপক্ষে বেশ সফলভাবে সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। এতে দক্ষিণ আফ্রিকার মনোভাবে ইতিবাচক পরিবর্তন এসেছে। সবকিছু ঠিক থাকলে আসছে মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ভাবছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

মার্চের ১৮ তারিখে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ শেষ করবে দক্ষিণ আফ্রিকা। এরপরই পাকিস্তানে যেতে চায় তারা। তবে এখনো সবকিছু নিশ্চিত করেনি ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। ফেব্রুয়ারিতে পাকিস্তানে নিরাপত্তা বিশেষজ্ঞদের পাঠিয়ে দেশটির সবশেষ অবস্থা পরখ করবে তারা।

ফেব্রুয়ারির শুরুতে একটি টেস্ট খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। নিরাপত্তা বিশেষজ্ঞ ররি স্টেইনের নেতৃত্বে সেই টেস্ট চলাকালীন সময় অথবা পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময় নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যবেক্ষণ করবেন একদল কর্মকর্তা। এরপরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।

সর্বশেষ ২০০৭ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলে গেছে দক্ষিণ আফ্রিকা। এরপর ২০১০ ও ২০১৩ সালে দু’বার পাকিস্তানের বিপক্ষে দুটি হোম সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে (আরব আমিরাতে) খেলেছে প্রোটিয়ারা।

আজকের বাজার/আরিফ