জাতীয়করণের এক দফা দাবিতে এবার আমরণ অনশন কর্মসূচি পালন করছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। জাতীয়করণের তৃতীয় ধাপে বঞ্চিত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই আন্দোলন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয়করণের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবেই বলে জানান অনশনকারীরা। সোমবার ২৯ জানুয়ারি জাতীয় প্রেস কাবের সামনে তৃতীয় দিনের মতো অনশন করছেন এসব শিক্ষকরা। এর আগে গত ২১ জানুয়ারি থেকে একই স্থানে অবস্থান ধর্মঘট শুরু করেন শিক্ষকরা।
জানা যায়, স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। এরপর আরও দুইবার জাতীয়করণের আওতায় আনা হয় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে। সর্বশেষ অর্থাৎ তৃতীয় ধাপে ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সে ঘোষণা অনুযায়ী এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে জাতীয়করণ থেকে বঞ্চিত হয় ৪ হাজার ১৫৯টি বিদ্যালয়। আন্দোলনকারীদের দাবি সকল শর্ত পুরণ করার পরও এই প্রতিষ্ঠানগুলো বঞ্চিত হয়েছে।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মো. কামাল হোসেন আজকের বাজারকে বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। অথচ সব শর্ত পূরণ হওয়ার পরও আমাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়নি। বঞ্চিত করা হয়েছে প্রায় ৪ হাজার ১৫৯টি বিদ্যালয়কে।
তিনি আরো বলেন, শর্ত অনুযায়ী ২০০৯ সাল থেকে সমাপনী পরীায় অংশগ্রহণকারী বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়নি। তালিকাভুক্ত থাকার পরও নানা কৌশলে আমাদের বাতিল করা হয়েছে। আমরা তা মেনে নেবো না। জাতীয়করণের জন্য রাজপথে নেমেছি। দাবি আদায় হওয়া না পর্যন্ত শিক্ষকরা রাস্তায় পড়ে থাকবেন।
২১ জানুয়ারি থেকে শুরু হওয়া আন্দোলনে সোমবার পর্যন্ত ১৬৫ জন শিক্ষক অসুস্থ হয়েছেন বলে জানান আন্দোলনকারীরা। এর মধ্যে ১৩ জন শিক্ষক হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবারও আন্দোলনে যোগ দিয়েছেন।
জাতীয়করণের এক দফা দাবিতে গত ১০ জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি পালন করছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম। এরপর সংগঠনটি ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করে। এতেও দাবি আদায়ের কোন আশ্বাস না পাওয়ায় ৬ দিন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন শেষে সোমবার থেকে লাগাতার ধর্মঘট শুরু করেছে সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
আজকের বাজার : আরএম/২৯ জানুয়ারি ২০১৮