এবার পুরোপুরি বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব। ইতিমধ্যে ছবির নাম ও নায়িকাও চূড়ান্ত হয়েছে। ‘মিশন সিক্সটিন’ নামের ছবিতে অ্যাকশন হিরোর চরিত্রে দেখা যাবে দেবকে। সন্ত্রাসবাদ দমনে সরকারের একটি ফোর্স অভিযান চালায়, তা নিয়েই ছবির গল্প। গত নভেম্বরে বাংলাদেশে মুক্তি পেয়েছিল দেব অভিনীত টালিউডের ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্র। তখনই তিনি ঠিক করেছিলেন, ঢাকায় একটি ছবি করবেন, কারণ বাংলাদেশে তার ভক্তের সংখ্যা কম নয়।
শোনা যাচ্ছে, শামিম আহমেদ পরিচালিত ‘মিশন সিক্সটিন’ ছবিতে নায়িকার ভূমিকায় থাকবেন বাংলাদেশের জাহারা মিতু। এর আগে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ছবিতে দেবের সঙ্গে সন্ত্রাস দমনের কর্মকাণ্ডে সমানভাবে জড়িত থাকবেন নায়িকা মিতু। ছবিতে দেবের নাম রাজ এবং মিতুর নাম ঐশী। দেব ছাড়াও ছবিটিতে টালিউডের রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত অভিনয় করবেন। বলা হচ্ছে আগামী মার্চের মাঝামাঝি শুটিং শুরু হবে। ঢাকাসহ বাংলাদেশের নানা জায়গা এবং থাইল্যান্ডে শুটিং হবে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান