পরিচালক সমিতিকে হেয় করে কথা বলার অভিযোগে সংগঠনটিরগঠনতন্ত্রের ৫ (ক) ধারা মোতাবেক এবার জনপ্রিয় চিত্রনায়ক ও পরিচালক বাপ্পারাজের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জানান, ১৪ মে পরিচালক সমিতি থেকে এই নোটিশ পাঠানো হয়েছে। গণমাধ্যমে বাপ্পারাজের বক্তব্যে সমিতিকে হেয় করা হয়েছে দাবী করে নোটিশে বলা হয়েছে, গঠনতন্ত্রের ৫ (ক) ধারা মোতাবেক কেন আপনার সদস্যপদ বাতিল করা হবে না পত্রপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে উল্লেখিত বিষয়ে সমিতি বরাবর সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছেন বাপ্পারাজ। তিনি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না। পরে বিস্তারিত কথা বলবো।
প্রসঙ্গত, একই ধারায় সম্প্রতি শাকিব খানকেও নোটিশ পাঠানো হয়েছিল। পরে শাকিব বিষয়টি নিয়ে দু:খ প্রকাশ করে সমাধান করেন।
আজকের বাজার: আরআর/ ১৫ মে ২০১৫