এবার দুই বাসের রেষারেষিতে হেলপারের মৃত্যু

গাজীপুরে দুই বাসের রেষারেষি চলাকালে মাঝে চাপা পড়ে এক হেলপার নিহত হয়েছেন। নিহত ই হেলপারের নাম রাম চরন সরকার (২৮)। সে পূবাইল এলাকার সন্তোষ চন্দ্র সরকারের ছেলে।

সোমবার (২৮ মে) রাতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসু দেব সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজমেরী পরিবহনের একটি বাস কোনাবাড়ি এলাকার দাঁড়ানো ছিল। রাত সাড়ে ৯টার দিকে গ্লোরী পরিবহনের একটি ঢাকাগামী বাস ওই বাসকে ওভারটেক করার সময় হেলপার রাম চরণ দুই বাসের মাঝখানে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি, দুই বাসের রেষারেষিতে তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজিব প্রথমে হাত হারায় এবং পরবর্তীতে সে মারা যায়। এছাড়াও সাম্প্রতিক সময়ে এমন দুর্ঘটনা ঘটেছে একাধিক।

রাসেল/