৩১শে অক্টোবর জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের পর ২রা নভেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। প্রতিযোগিতাটি শুরু হতে হাতে আছে এখনো মাস তিনেক। হাতে সময় থাকলেও বসে নেই বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএলকে সামনে রেখে আসরের সূচি ও আনুষাঙ্গিক কাজ করতে এখন ব্যস্ত সময় পার করছে তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, আসন্ন বিপিএলকে সামনে রেখে ইতোমধ্যে সূচি সম্পন্ন হয়েছে। এবারের আসরে ভেন্যুর সংখ্যা বাড়ছে। ঢাকা, চট্টগ্রামের পর এবার বিপিএলের ম্যাচ আয়োজন করা হবে সিলেটে।
আসন্ন বিপিএলের পঞ্চম আসরের মোট আটটি ম্যাচ সিলেট পর্বে চারদিনে আয়োজন করা হবে বলে জানা গেছে। সবগুলো ম্যাচই অনুষ্ঠি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটস ও সিলেটের খেলা দিয়ে এবারের বিপিএলের পর্দা ওঠবে বলেও জানা গেছে।
আজকের বাজার: সালি / ১১ আগস্ট ২০১৭