এবার বেপরোয়া বাস থেঁতলে দিল নারীর পা

দুই বাসের রেসারেসিতে হাত হারানো তিতুমীর সরকারি কলেজের শিক্ষর্থী রাজিবের অবস্থা এখনও আশঙ্কাজনক। সে ঘটনার রেশ এখনও কাটেনি। সর্বত্রই চলছে এ নিয়ে আলোচনা-সমাোচনা। এরই মধ্যে এবার বেপরোয়া বাসের চাপায় পা থেঁতলে গেছে এক নারীর। ঘটনাটি ঘটেছে রাজধানীর ফার্মগেটে।

বুধবার সকাল নয়টার দিকে আনন্দ সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই নারীর ডান পা থেঁতলে গেছে।

 

আহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পথচারীরা তাঁকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন।

নিউ ভিশন নামের বাস ও বাসের চালককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বাসটি মতিঝিল থেকে চিড়িয়াখানা সড়কপথে চলাচল করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চালর্স প্রীতম দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে বলেন, আনন্দ সিনেমা হলের সামনে বাস থেমে যাত্রী ওঠা-নামা করে। সেখান সড়কে উঁচু বিভাজক আছে। ওই বিভাজকের ওপর যাত্রীরা দাঁড়ান। সকাল নয়টার দিকে এক নারী সড়ক থেকে উঁচু বিভাজকের ওপর উঠতে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির নিউ ভিশন পরিবহনের একটি বাস সড়ক বিভাজক ঘেঁষে এগিয়ে আসে। বিভাজক ও বাসের মাঝে ওই নারীর ডান পা চাপা খায়। এতে তাঁর ডান পায়ের হাঁটু ও নিচের অংশ থেঁতলে যায়।

চালর্স প্রীতম বলেন, তিনি উদ্যোগী হয়ে বাস ও বাসের চালককে আটক করেন। পরে অন্যরাও এগিয়ে আসেন। কাছেই পুলিশ বক্স। বাসচালককে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। আর আহত নারীকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

রাসেল/