এবার ব্রণ কমাবে আইড্রপ ও ব্যথার ওষুধ

আবহাওয়ার পরিবর্তন, বাইরের ধুলাবালি, মানসিক চাপ, পানি কম পান করাসহ নানা কারণে ত্বকে ব্রণ দেখা দেয়। ছেলেমেয়ে নির্বিশেষে সব বয়সেই এই সমস্যা দেখা দিতে পারে। ব্রণ এমন একটি সমস্যা যা ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে দেয়। শুধু তাই নয় ব্রণের কালো দাগ সহজে ত্বক থেকে দূরও হতে চায় না। এই ব্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি। এর জন্য অনেকে কত নামিদামি প্রসাধনীও ব্যবহার করেন। অনেক সময় ব্রণ থেকে মুক্তির জন্য ডাক্তারের পরামর্শও বিফলে যায়।

তবে জানেন কি আপনার ঘরেই রয়েছে এমন কিছু জিনিস, যা দিয়ে ব্রণ দূর হবে ম্যাজিকের মতো! তবে সেই পুরনো বেসন, চন্দন, টকদই নয়, আপনার ফাস্টএইড বক্সেই রয়েছে ব্রণ দূর করার ওষুধ।

কখনো ভেবে দেখেছেন চোখ লাল হয়ে গেলে ডাক্তারদের পরামর্শে যে চোখের ওষুধটি আপনি ব্যবহার করছেন, সেটাই হয়ে উঠতে পারে আপনার ব্রন দূর করার ওষুধ৷ হ্যাঁ, চিকিৎসকরা এরকমই বলছেন৷

ব্রণর ওপর এক ফোঁটা আইড্রপ লাগিয়ে দিন৷ কিছুক্ষণ রাখুন৷ দেখবেন লাল ব্রণ নিমিশে কমে যাবে৷ কিন্তু এই পদ্ধতি ব্যবহার করলে একেবারে যে ব্রন কমে যাবে তা কিন্তু নয়৷ সাময়ীক আরাম পাবেন শুধুমাত্র৷

একটা পরিষ্কার তুলোর মধ্যে এক ফোঁটা আইড্র নিয়ে ব্রণের উপরে লাগিয়ে রাখুন৷ শুকিয়ে গেলে তুলো সরিয়ে নিন৷ রোজ রাতে এটা করুন৷ ব্রণ দূর হবে৷

অ্যাসপ্রিন জাতীয় ওষুধ সাধারণত আমরা মাথায় ব্যথায় খেয়ে থাকি৷ কিন্তু জানেন কি? এই ওষুধ আপনার ব্রণ দূর করতে কাজে লাগে৷ রাতে শোয়ার আগে মুখ পরিষ্কার করুন৷ দু’চারটে অ্যাসপ্রিন ট্যাবলেট নিয়ে গুঁড়া করে পেস্ট বানিয়ে নিন৷ ব্রণের ওপরে সেই পেস্ট লাগিয়ে ঘুমোতে চলে যান৷ পর দিন সকালে ফেসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করে নিন৷ সপ্তাহে একবার এটা করলে ব্রণ দূর হবে৷

ক্যালামাইন ব্রণ দূর করতে দারুণ কার্যকরী৷ রোজ রাতে মুখ পরিষ্কার করে, তুলোতে ক্যালামাইন লাগিয়ে ব্রণর জায়গায় লাগিয়ে দিন৷ সপ্তাহে একদিন এটা করলে ব্রণ দূর হবে৷ ব্রণের জায়গায় বরফ ঘষে নিন৷ দেখবেন ব্রণ তাড়াতাড়ি কমে যাবে৷

তথ্য ও ছবি: stylecraze.

আজকের বাজার/এএল